Select Page


➡ কাজ শুরু করার সময় সুরক্ষা সরঞ্জাম (যেমন- মাস্ক ইয়ার প্লাগ ইত্যাদি) ব্যবহার করতে হবে এবং কাটার ও নিডেল বেধে কাজ করতে হবে।

➡ কাজ এর শুরুতে প্রথমপার্ট (যেমন ফ্রন্টপার্ট, ব্যাকপার্ট, ওসিলিভ এর টেনশেন ও মাপ ঠিক আছে কিনা সুপারভাইজার অথবা বিউ এর কাছে চেক করতে হবে। সবকিছু ঠিক থাকলে প্রোডাকশন শুরু করতে হবে। আর যদি ঠিক না থাকে তাহলে টেনশনও ম্যাজারমেন্ট সুপারভাইজারকে দিয়ে এডজাস্ট করানোর পরে প্রোডাকশন শুরু করতে হবে।

➡ অতিরিক্ত সুতা সহ বান্ডিল ডিস্ট্রিবিউশন কাউন্টারে জমা দিতে হবে।