➡ কাজ শুরু করার পূর্বে আশে পাশের জায়গা পরিস্কার করে নিতে হবে।

➡ কাজ শুরু করার সময় সুরক্ষা সরঞ্জাম (যেমন- মাস্ক ইয়ার প্লাগ ইত্যাদি) ব্যবহার করতে হবে এবং কাটার ও নিডেল বেধে কাজ করতে হবে।

➡ ডিস্ট্রিবিউটর থেকে সুতা নেওয়ার সময় ইস্যু কার্ড এর লট নাম্বার এর সাথে প্রত্যেক বিন মিলিয়ে নিতে হবে। সুপারভাইজার প্রথমে ডিজাইন প্রোগ্রাম এবং মেশিনের টেনশন সঠিকভাবে এডজাস্ট করবে, এরপর কাজ শুরু করতে হবে, কোন ক্রমেই অপারেটর নিজের প্রোগ্রাম ও টেনশন এডজাস্ট করবে না।

➡ কাজ এর শুরুতে প্রথমপার্ট (যেমন ফ্রন্টপার্ট, ব্যাকপার্ট, ওসিলিভ এর টেনশেন ও মাপ ঠিক আছে কিনা সুপারভাইজার অথবা বিউ এর কাছে চেক করতে হবে। সবকিছু ঠিক থাকলে প্রোডাকশন শুরু করতে হবে। আর যদি ঠিক না থাকে তাহলে টেনশনও ম্যাজারমেন্ট সুপারভাইজারকে দিয়ে এডজাস্ট করানোর পরে প্রোডাকশন শুরু করতে হবে।

➡ ব্যাক, ফ্রান্ট ও স্লিভপার্ট একই মেশিনে বানাতে হবে, কোন ক্রমেই আলাদা মেশিনে বানানো যাবে না। কারন পার্ট ছোট/বড়, আপ-ডাউন এবং কালার শেডিং হতে পারে।➡ বান্ডিল কমপ্লিট হওয়ার পর সাইজ সুতা লাগাতে হবে ও লেবেল অপারেটর আইডি নং, মেশিন নং, ইস্যু নং, লট নং ও সাইজ সঠিকভাবে লিখতে হবে এবং পিছ টুপি ফোল্ডিং করে বান্ডিল বাধতে হবে।

➡ অতিরিক্ত সুতা সহ বান্ডিল ডিস্ট্রিবিউশন কাউন্টারে জমা দিতে হবে।
